শিরোনাম

নীলফামারীতে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ ও প্রাণীকূল - Chief TV - চিফ টিভি

নীলফামারীতে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ ও প্রাণীকূল - Chief TV - চিফ টিভি

আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী দিনের বেলায় যেত আগুনের ফুলকি ছড়াচ্ছে গোটা নীলফামারীতে ফলে বাইরে বেরুতে পারছেন না লোকজন।

বিশেষ করে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের।নীলফামারী সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার এমন গরম অনুভুত হচ্ছে।যা আরো কয়েকদিন থাকতে পারে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতা লোকমান হাকিম বলেন ৩৮ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও তা দুপুর তিনটার দিকে সেটি বূদ্ধি পেয়ে ৪০ দশকিশ ৪ ডিগ্রি সেলসিয়াস রের্কডরকরা হয়। 

নীলফামারী জেলায়  ইতিহাসে গেলো ১৫ বছরের এটিই এখন পর্যন্ত রের্কড সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে গরমে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে আগামী কয়েকদিন তাপমাত্রায় পরিবর্তন আসার সম্ভবনা কম হতে পারে বলে জানিয়েছেন নীলফামারী এই দুই আবহাওয়া অফিস।এদিকে বৃষ্টি না হাওয়া আবাদি ফসল গুলোতে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ-বালাই। পুটিমারি ইউনিয়নের আব্দুল রাজ্জাক  বলেন, সময় মতো বৃষ্টি না হওয়া বেগুন, মরিচ ও টমেটো গাছ মরে যাচ্ছে।

 

কোন মন্তব্য নেই