শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিটঘর পুকুর পাড়ে মানুষের মাথার খুলি উদ্ধার - Chief TV - চিফ টিভি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিটঘর পুকুর পাড়ে মানুষের মাথার খুলি উদ্ধার - Chief TV - চিফ টিভি
                                                                         ছবিঃ প্রতিনিধি
 ইসমাইল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া (সদর) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন বিটঘর পুকুর পাড় সংলগ্ন গলাকাটা খালে  স্হানীয় জনসাধারণের সাহায্যে অজ্ঞাতনামা একটি মানুষের মাথার খুলি উদ্ধার করেছে শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আক্কাস আলী রুবেল এবং নবীনগর থানার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, ও নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম। 

এই মাথার খুলিটি জেলা মর্গে পাঠানো হয়ছে ময়নাতদন্তের জন্য। 

এর আগে অজ্ঞাতনামা কাটা দুইটি পা ১১/২/২৪ ইং তারিখে  পেয়েছিল এই বিটঘর ইউনিয়ন থেকে। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব আলম জানান এর সঠিক তদন্ত চলছে। আমরা মুখিয়ে আছি এই রহস্য উদঘাটন করার জন্য। স্হানীয় জনসাধারণের কাছে আমাদের অনুরোধ থাকবে যেকোন ধরণের সন্দেহ বা নতুন কোন ক্রু দেখলে সাথে সাথে আমাদের কে জানাবেন।

কোন মন্তব্য নেই