ধর্ম অবমাননার অভিযোগে আমিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক - Chief TV - চিফ টিভি
ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ
এই খবর জানতে পেরে আউলিয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসে তাকে একটি মার্কেটের দু'তলায় নিরাপদে স্থানান্তর করলে ধীরে ধীরে বিক্ষুব্ধ জনতার ভীড় বাড়তে থাকে, তারা আল আমিনের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তপ্ত হতে থাকে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম এসে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন,স্থানীয় মসজিদের ইমাম ও খতিব নুরুন্নবীর উত্তেজিত বক্তব্যের এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। এবং তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, এতে সাংবাদিক পুলিশসহ প্রায় দশজন আহত হয়।
জানা যায় অভিযুক্ত আল আমিন মিয়া বিটি দাউদপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
কোন মন্তব্য নেই