বগুড়ায় নাতির হাত ধরে উধাও নানী - Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকার Chief TV চিফ টিভিঃ
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের ইমন হোসেন (২০) নামের নাতির হাত ধরে পালিয়েছেন নানী আদুরী বেগম (৩০)।
পলাতক ইমন হোসেন হলেন কুসুম্বি ইউনিয়নের মালিহাটা পলিপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও বাঁশবাড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে আদুরী (নানী)। এ ঘটনায় বুধবার আদুরীর স্বামী খোকন বাবু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম।
অভিযোগ সুত্রে জানা যায়, আদুরী বেগমের প্রায় ১৪ বছর পূর্বে বিয়ে হয় একই ইউনিয়নের খোকনের সাথে। তাদের দুটি ছেলে সন্তানও আছে। জানা যায়, গত ১ বছর পূর্বে পাশের গ্রামের সম্পর্কে নাতী ইমন হোসেনের সঙ্গে পরকীয়ায় জরিয়ে পরেন নানী আদুরী ।
বিষয়টি নিয়ে এর আগেও অনেকবার পারিবারিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধান হয়েছিল ।তারবপরেও তাদের মাঝে যোগাযোগ ছিল। এরই প্রেক্ষিতে গত ৩১ মার্চ সকালে আদুরী ডাক্তার দেখানোর কথা বলে বাড়ী থেকে নগদ অর্থ ও স্বর্ণ নিয়ে নাতী ইমন হোসেনের হাত ধরে পালিয়ে যায়। এ ঘটনায় গত বুধবার (০৩ই এপ্রিল) আদুরীর স্বামী খোকন বাদী হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই