সারিয়াকান্দিতে মানবআকৃতির ছাগলের বাচ্চার জন্ম - Chief TV - চিফ টিভি
সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে মৃত অবস্থায় মানবশিশু আকৃতির একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার পৌর এলাকার কৈয়েরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বাবলু মিয়ার(২৫)পোষা ছাগীর বাচ্চা জন্ম হয়।বাচ্চাটির মুখমন্ডল কিছুটা মানুষের আকৃতি এবং শরীরে কোনও পশম ছিল না। তবে বাচ্চাটির চারটি পা এবং দু'টি কান ছিল।
ছাগলের বাচ্চাটি মৃত অবস্থায় জন্ম নেয়ায় তাকে মাটিতে পুঁতে রাখা হয়।মানবআকৃতির বাচ্চাটি একনজর দেখতে লাবলু মিয়ার বাড়ীতে উৎসুক জনতা ভিড় করে।লাবলাু মিয়ার বাবা বাদশা মিয়া বলেন, এটি একটি অলৌকিক ঘটনা।বিষয়টা আমাদের ভাবিয়ে তুলেছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহ আলম বলেন,অপরিপক্ক বয়সে ছাগীর গর্ভধারণ,পুষ্টিহীনতা নানা কারনে মাতৃগর্ভে ভ্রুণের সঠিক বিকাশ না হওয়ায় বা কোনও জিনগত বৈশিষ্ট্যের জন্য এ ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে।
কোন মন্তব্য নেই