সারিয়াকান্দিতে উপশম এনজিওর উদ্যোগে শাড়ি ও সেলাই মেশিন বিতরণ - Chief TV - চিফ টিভি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার বিকালে উপশম ( UPSAM) এনজিও এর উদ্যােগে বিধবা নারীদের মাঝে শাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলার উপশম (UPSAM) এনজিও'র নারী ক্ষমতায়ন প্রজেক্ট "ধ্রুপদী" ফ্যাশন এন্ড শপিং প্রজেক্টের আওতায় শুরু হলো সদর ইউনিয়নের পারতিত পড়ল এলাকার নারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। উপশম (UPSAM- Unity for Peace-building and Socio-economic Advancement for the Marginalaiged) একটি ব্যতিক্রম ধর্মী এনজিও যার আয়ের এক তৃতীয়াংশ অর্থ এলাকার আর্থ - সামাজিক উন্নয়ন ও দরিদ্র-দু:স্থদের ভাগ্য উন্নয়ন ব্যয় হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে বৃহত্তর সারিয়াকান্দি এলাকায় ধাপে ধাপে 'ধ্রুপদী' র সর্বমোট ৫ টি শোরুম ও ৫ টি দু:স্থ মহিলা সেলাই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
যে সেলাই কেন্দ্র সমুহে প্রথম ধাপে দু:স্থ ও দরিদ্র মহিলারা বিনামূল্যে তিন মাসের প্রশিক্ষণ নিবেন। দ্বিতীয় ধাপে প্রশিক্ষিত নারীদের উপশমের পক্ষ থেকে পোশাক তৈরীর জন্য প্রয়োজনীয় কাপড়, সুতা ও সেলাই সামগ্রী প্রদান করা হবে।
পোশাক তৈরীর পর তারা 'ধ্রুপদী'র শো-রুম গুলোতে কোন চার্জ ছাড়াই নিজ ব্যবস্থাপনায় বিক্রয় ও লভ্যাংশ গ্রহণ করতে পারবেন।
নারী ক্ষমতায়নের এই উদ্যোগের আওতায় ফুলবাড়ী সাকোয়াত মার্কেটে 'ধ্রুপদী'র প্রথম শো-রুম স্থাপিত হয়েছে। আজ সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামে ৩০ জন বিধবা ও দু:স্থ মহিলাদের শাড়ী ও সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়ে শুরু হলো 'ধ্রপদী' দু:স্থ মহিলা সেলাই কেন্দ্র।
শাড়ী ও সেলাই মেশিন প্রদান করেন উপশম এনজিও'র চেয়ারম্যান কর্নেল (অব:) মো: জগলুল আহসান, এস ইউ পি, পি এস সি, জি। এসময় উপস্থিত ছিলেন উপশম এনজিওর হেড অফ এডমিন ফাতেমা জেসমিন অন্যান্যদের মধ্যে উপশম এনজিওর কর্মকর্তা মো: রেজাউল করিম, শহিদুর রহমান সোহেল, হাফিজুল হক হিটু ও সেলাই কেন্দ্রের ব্যবস্থাপক মোছা: মুক্তা বেগম ও শাহাদত জামান।
কোন মন্তব্য নেই