"সেবার আলো" সংস্থার মাধ্যমে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রি বিতরণ - Chief TV - চিফ টিভি
জুয়েল খান,মোংলা উপজেলা প্রতিনিধিঃ
স্থানীয় যুবকদের উদ্দ্যগে "সেবার আলো" নামের একটা সংস্থার মাধ্যমে অসহায় মানুষের মাজে ঈদ সামগ্রি বিতরন । খুলনা থেকে প্রচালিত "সেবার আলো" নামের একটি বে-সরকারি সংস্থার মাধ্যমে আজ (৯ এপ্রিল) মঙ্গলবার বেলা ১০ টার দিকে মোংলায়, বীর মুক্তিযোদ্ধা মোঃওসমান হাওলাদার,(এলাকার গন্যমান্য বেক্তি) রুবেল হাওদার,(মোংলা শাখার সভাপতি) এবং জয়নুলা আবেদেনের নেতৃত্বে নিজেদের সাধ্য অনুযায়ী কিছু কিছু অসহয় মানুষের হাতে তুলে দেন ঈদ সামগ্রি।
স্থানীয় যুবকদের নিজ অর্থায়নে দেয়া হয় এই অনুদান। নিজেদের মধ্যে থেকে মাসিক চান্দা তুলে নিজেদের এলাকা থেকে কিছু কিছু অসহায় মানুষ খুজে খুজে তাদের হাতে তুলে দেয় এই ঈদ সামগ্রি।এতে খুশি এলাকাবাসিও।
তাদের নেই কোন সরকারি অনুদান, নেই কোন ফাউন্ডেশন, তারা নিজেরা যা পারে তাই দিয়ে সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছে তারা।
এবং আপনিও দেশের যেকনো প্রান্ত থেকে তাদের সাথে অসহায় মানুষের পাশে থাকতে পারেন।
কোন মন্তব্য নেই