বড়লেখায় ইনসাফ এর আয়োজনে সবজি বিতরণ - Chief TV - চিফ টিভি
শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন সামাজিক সংগঠন ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থা প্রতিবছরে রামাদ্বানে ভিন্ন এক আয়োজন নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় পবিত্র রামাদ্বান মাসে হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বিতরণ এর মধ্য দিয়ে ৪র্থ প্রোগ্রাম সম্পন্ন করতে সক্ষম হয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ২৪ রামাদ্বান, ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্দ্যোগে ও পৌর মার্কেটের সবজি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ৭.৫ 𝗞𝗚 করে ৩২টি ব্যাগ ৩২টি পরিবারের নিকট সেহরি সামগ্রী হিসাবে উপহার দেওয়া হয়েছে ।
প্রতিটা প্যাকেজে ছিলো⬇১ কেজি আলু,১ কেজি রামাই উরি,১ কেজি টমেটো,১ কেজি বেগুন,১ কেজি শসা,১ কেজি গাজর,
০.৫ কেজি কাঁচা মরিচ,০.৫ কেজি ধনিয়া পাতা,৫০০ মিলির একটি দুধ।
সংস্থার নেতৃবৃন্দরা জানান অগ্রগামী দিনগুলাতে আরো উচ্চবিলাসী প্রোগ্রাম করে হত-দরিদ্র মানুষদের মুখে বিভিন্ন ভাবে হাসি ফোটাবে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা ॥
পরিশেষে সকল শোভাকাঙ্খী সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সকলের সহযোগিতায় বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ গুলো অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা।
কোন মন্তব্য নেই