যাত্রাপুরে দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Chief TV - চিফ টিভি
সৈয়দ আবু ইউসুফ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মুরাদনগর থানধীন যাত্রাপুর গ্রামে ভাইয়ের বাঁধন সংগঠনের উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ১০নং যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব আব্দুস সালাম ভূইয়া (সেলিম), স্থানীয় ওয়ার্ড মেম্বার, জনাব বাবুল মুন্সী , সৌদি প্রবাসী, জনাব কামরুল হাসান ভূইয়া (সোহেল), জনাব সৈয়দ তৈয়বুর রহমান। এছাড়াও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মীগন উপস্থিত ছিলেন।
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম কিবরিয়া চিফ টিভি নিউজকে বলেন,
ভাইয়ের বাঁধন সংগঠনটি গঠনতন্ত্র মোতাবেক সমাজ সেবা মূলক একটি সংগঠন, ইতিমধ্যে এ সমাজসেবা মূলক সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান, অসহায়, দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা এবং গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, রমজান মাসে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণসহ সকল সামাজিক কাজে আমরা অংশ গ্রহণ করার চেষ্টা করি। আমাদের সংগঠনের একটাই লক্ষ্য বিনা স্বার্থে গরীব ও দুঃস্থ মানুষের পাশে থাকা এবং দারিদ্র্য মুক্ত একটি সুন্দর সমাজ গড়া।
কোন মন্তব্য নেই