শিরোনাম

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন - Chief TV - চিফ টিভি

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন - Chief TV - চিফ টিভি

মাহাবুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে মেরামত কাজ শুরু করেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান।

তিনি জানান, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠাণ্ডা করে এবং মেরামত করে।

মেরামতের পর ওই জায়গা পার হয়ে দু’টি ট্রেন গন্তব্যে গেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

কোন মন্তব্য নেই