বগুড়ায় ১০লিটার বাংলা মদসহ ব্যবসায়ী আটক ১ - Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকার চিফ টিভিঃ
বগুড়ার গাবতলী উপজেলার সুকানপুকুর ইউনিয়নে মাদকদ্রব্য বিক্রয়ের সময় বুলবুল আহাম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাবতলী থানার সহকারী বিট অফিসার এ.এস.আই মিথুন রহমান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন,গাবতলী উপজেলার সুকানপুকুর ইউনিয়নের আমতলীপাড়া গ্রামের বাসিন্দা মৃত রমজান আলী ছেলে বুলবুল আহাম্মেদ। গত বৃহস্পতিবার (১৮ ই এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় সুকানপুকুর রেলস্টেশন এলাকার রেললাইনের উপর থেকে মাদকদ্রব্য বাংলা মদ বিক্রয়ের সময় তাকে আটক করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী থানার সহকারী বিট অফিসার এ.এস.আই মিথুন রহমান।
এ বিষয়ে তিনি বলেন,বুলবুল আহাম্মেদ দীর্ঘদিন ধরে সুকানপুকুরসহ আশেপাশের ইউনিয়নের মানুষের কাছে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
এরই প্রেক্ষিতে, গত বৃহস্পতিবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আটককৃত বুলবুল আহাম্মেদ সুকানপুকুর রেলস্টেশন এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে এস.আই আনোয়ার,বিট অফিসার এ.এস.আই মিথুন রহমান এবং কনস্টেবল সারোয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তাকে মদ্র পান অবস্থায় পাওয়া যায় এবং তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে থাকা ২০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে। বর্তমান সে জেল হেফাজতে রয়েছে।
কোন মন্তব্য নেই