ঈশ্বরদীর চরগড়গড়ি গ্রামে সশস্ত্র সংঘর্ষে যুবলীগনেতা নিহত ও অন্তত: ১৫ জন আহত - Chief TV - চিফ টিভি
খালেদা জিয়ার জনৈক উপদেষ্টার খালাত ভাই মকলেছুর রহমান মজনুর নেতৃত্বে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে সশস্ত্র সংঘর্ষে যুবলীগনেতা খাইরুল ইসলাম নিহত ও অন্তত: ২০/২২ জন আহত হয়েছে।
নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ি গ্রামের মৃত নছিমউদ্দিন প্রামানিকের ছেলে । আহতদের মধ্যে সাজউদ্দিন প্রাং,জামাত ফকির,আব্দুল মজিদ ও রব্বেল প্রাংসহ ৬ জনকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
জিল্লু,তরিকুল,ওলিবুল ঈশ্বরদীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের মধ্যে আতœীয় সম্পর্ক।
বিগত সংসদ নির্বাচন,জমিজমা সংক্রান্ত বিরোধ,এলাকায় আধিপত্য বিস্তার, ও রাজনৈতিক বিরোধের কারণে গত ১৮ এপ্রিল হুজুর আলীকে মারপিট করে।
শুক্রবারও জামায়াত ফকিরকে একা পেয়ে মারপিট করা হয়। এরই জের ধরে গতকাল বিকেলে আওয়ামীলীগ সমর্থিত নিহত খাইরুল ইসলাম গ্রুপ ও জামায়াত বিএনপির সন্ত্রাসীদের মধ্যে হাসুয়া,কাঁচি,টাঙ্গি,চাপতিসহ নানা প্রকার দেশীয় অস্ত্র সমেত সংঘর্ষ বাধে।
ঘটনার পর ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেয়। এসংবাদ লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা চলছিল। পাবনার সুজানগরস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা,থানা পুলিশ,এলাকাবাসী ও হতাহতদের পক্ষ থেকে এসব তথ্য জানাগেছে।
কোন মন্তব্য নেই