শিরোনাম

রংপুরের (পীরগঞ্জে) গরমের শুরুতে প্রতিদিন ১৬ ঘন্টা লোডশেডিং - Chief TV - চিফ টিভি

রংপুরের (পীরগঞ্জে) গরমের শুরুতে প্রতিদিন ১৬ ঘন্টা লোডশেডিং - Chief TV - চিফ টিভি
                                                          ছবিঃ প্রতিনিধি             

তানভীর আহমেদ রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ

বর্তমানে চৈত্র মাসের মাঝ বরাবর। আসন্ন গ্রীষ্মকালে লোডশেডিং পরিস্থিতি কী হবে– তা ভেবে এখন থেকেই দুর্ভাবনায় আছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের সেচ পাম্প মালিক । শীতের শেষ দিকেই বিদ্যুৎ সরবরাহের উদ্বেগজনক অবস্থার কথা উল্লেখ করে জানা যায়, সাধারণ মানুষের দুশ্চিন্তাই কমছে না কেবল বাড়ছে।    

বসন্তকাল এখনো শেষ হয়ে ওঠেনি । এই সময়ে গরমে অতিষ্ঠ উত্তরাঞ্চলের মানুষ। সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ও সঠিকভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। যদি এক ঘন্টার জন্য আসে আবার দুই ঘন্টার জন্যই চলে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এরপর ২৬ মার্চ টেস্টিং ও কমিশনিং সংক্রান্ত কার্যক্রম শুরু হয়। পরদিন কেন্দ্রটি থেকে পুরোদমে বিদ্যুৎ আমদানি শুরু করে বিপিডিবি। বাণিজ্যিক উৎপাদন চালু না হলেও পরীক্ষামূলক উৎপাদন দিয়ে বিপিডিবি আদানির কেন্দ্র থেকে ৬৫০-৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। এটি আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সর্বোচ্চ সক্ষমতা।

উত্তরাঞ্চলের দুই বিভাগ রাজশাহী ও রংপুরে চলতি মৌসুমে বিদ্যুতের চাহিদা ২ হাজার ৪০০-৫০০ মেগাওয়াট। এর মধ্যে রাজশাহীতে ১ হাজার ৬০০ মেগাওয়াট এবং রংপুরে ৮০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।

মোট চাহিদার এক-তৃতীয়াংশই এখন আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে আসছে। তবুও গ্রীষ্মকাল শুরুর আগেই রংপুরের বিদ্যুতের চাহিদা  পূরণ করতে পারতেছে না। চিন্তিত এই অঞ্চলের মানুষ বসন্তের শেষে যদি এই পরিমাণ লোডশেডিং হয় তাহলে পরবর্তীতে আরো কি হতে পারে।

লোডশেডিং এর পরিমাণ এতই বেশি যে সাধারণ মানুষের চলাচল খুবই কঠিন হয়ে উঠেছে। কেন না যারা সাধারণ মানুষ বসবাস করে তারা আলাদাভাবে সোলার ব্যবহার করতে পারেনা শুধু টাকার অভাবে।এই লোডশেডিং  এর কারণে সাধারণ মানুষের জীবনযাপনের জন্য অনেক বাধা সৃষ্টি হয়েছে। ছেলে-মেয়েদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে যার ফলে তারা পিছিয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে উত্তরাঞ্চলের শিক্ষার হার।

কোন মন্তব্য নেই