উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় - Chief TV - চিফ টিভি
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে সাংবাদিকদের জানান। শনিবার বিকেলে পৌর শহরের মোক্তারপাড়ার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার
বলেন, আমি আপনাদের ভালোবাসায় ও বিপুল ভোটে ২ বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থেকে সেবা করেছি । আমি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সবধরনের নাগরিক সেবা নিশ্চিত করবো।
উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে একটি আধুনিক উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করবো । উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা,চিকিৎসা সহ সামগ্রিক উন্নয়নে কাজ করবো এবং দুর্গাপুরকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে দুর্গাপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল বানাতে সক্ষম হবো। আমি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলী, পৌর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিন্টু, শওকত আলী, পারভীন আক্তারের পিতা আনিছুর রহমান তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই