বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন - Chief TV - চিফ টিভি
বগুড়ার শেরপুর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় ৫ দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর সম্পদ চত্ত্বরে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনু এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী ভার্চুয়ালি প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুমন জিহাদীর সভাপত্বিতে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেহানা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, খামারিরাসহ স্থানীয় সাংবাদিকগণ।
প্রদর্শনীতে ২২টি স্টলে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেহানা খাতুন প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে ডেইরি ও পোল্ট্রি খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও, মানবদেহের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে মাছ ও প্রাণীগুলোর জন্য নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিতে ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
কোন মন্তব্য নেই