জলঢাকা পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে কমেট চৌধুরীকে হারিয়ে নোভার জয় - Chief TV - চিফ টিভি
আসিফ ইশতিয়া লিওন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকা পৌরসভায় উপ- নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এ নির্বাচনে প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলু’র ছেলে নাসিব সাদিক নোভা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।
তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৫৯১ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা ফয়সাল কমেট চৌধুরী (রেল ইঞ্জিন) প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট ও জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক ছাদের হোসেন ( মোবাইল ফোন ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৮টি ভোট।
গত রবিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর অলম জানায়, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ১৯১ জন।
ইভিএমে ভোট গ্রহণের প্রাপ্ত ভোটের ফলাফলে নাসিব সাদিক নোভা ১২হাজার ৫৯১ ভোট পেয়ে তিনি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, মেয়র ইলিয়াস হোসেন বাবলু গত ১৯ জানুয়ারি ২০২৪ রাতে কম্বল বিতরণকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এ পদ শুন্য ঘোষনা করা হয়। শুন্যপদে তারই ছেলে উপ-নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। , বয়সে নবীন, তারুণ্যদীপ্ত এ নেতার বিজয়ে হাজার হাজার জনতা ও শুভাকাঙ্ক্ষী উচ্ছ্বসিত,তারা তাদের প্রিয় নেতাকে বিজয়ের মালা পড়িয়ে দিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন পৌরশহরে।
কোন মন্তব্য নেই