শাজাহানপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী - Chief TV - চিফ টিভি
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীকে ঘিরে এবছরের প্রতিপাদ্য ছিল প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটিরিনারী হাসপাতালের যৌথ আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর সার্বিক সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলি) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু।
দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমানের প্রধান সমন্বয়ক হিসেবে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু শাজাহানপুর প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান সবুজ, রোটারিয়ান মেজবাহুল আলম, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, যুবলীগ নেতা ইমাম হোসেন, মহিলা লীগ নেত্রী লাভলী রহমান সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চারটি কেটাগরিতে প্রদর্শনীতে মোট অংশ নেয়া ৪০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রতাজির প্রাণি স্টল পরিদর্শন করে সেরা প্রদর্শনী স্টলের খামারিদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয় হয়।
কোন মন্তব্য নেই