শিরোনাম

হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য সহায়তা- Chief TV - চিফ টিভি

হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য সহায়তা- Chief TV - চিফ টিভি
                                                       ছবিঃ প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

হৃদয়রোগে আক্রান্ত শিশু আবদুল্লাহ'র চিকিৎসার জন্য সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন গোলাম রব্বানী ফাউন্ডেশন। রবিবার ৭ এপ্রিল সকাল ৯ টার দিকে ফাউন্ডেশনের প্রতিনিধি দল উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নছরতপুর গ্রামে অসুস্থ আবদুল্লাহ'র বাড়িতে গিয়ে তার মা-বাবার হাতে নগদ অর্থ তুলে দেন।

জানা যায়, ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নছরতপুর গ্রামের আবু হাসেম এর ছেলে আবদুল্লাহ জন্মগত ভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে জন্ম নেয়। 

জন্মের ২ বছর পর শিশু আবদুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে পরিক্ষা নিরীক্ষার পর ডাক্তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি পরিবারকে জানায়। এবং তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জন্য বলা হয়। 

বিদেশে ব্যয়বহুল চিকিৎসা খরচ মসজিদে ইমামতি করা আবু হাসেমের পক্ষে সম্ভব নয়।তখন শিশু আবদুল্লাহ'র বাবা আবু হাসেম নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ছেলের চিকিৎসার জন্য সাহায্যে চান। 

একপর্যায়ে শিশু আবদুল্লাহ'র হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী সানভির দৃষ্টিগোচর হলে তিনি শিশু আবদুল্লাহর চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করতে ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যাক্তিদের নির্দেশ দেন। পরে আজ রবিবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা শিশু আবদুল্লাহ'র বাবা মার হাতে চিকিৎসার নগদ ১০ হাজার টাকা তুলে দেন।


কোন মন্তব্য নেই