শিরোনাম

চেংগী নদীতে ডুবে পানছড়িতে সাদিয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV - চিফ টিভি

চেংগী নদীতে ডুবে পানছড়িতে সাদিয়া নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV - চিফ টিভি

মিঠুন সাহা,খাগড়াছড়ি  প্রতিনিধিঃ

মামা-মামী ও মামাতো ভাইবোনের সাথে চেংগী নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু বরণ করেছেন সাদিয়া আক্তার (৯) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী । সে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিকুল ও রুবি আক্তারের মেয়ে।

বৃহস্পতিবার (১৮'এপ্রিল) বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকার পাশে চেংগী নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মামাতো ভাই ইমরান (১৩), মামাতো বোন সানজিদা ইসলাম (৬) ও মামা-মামীর সাথে সাদিয়া চেংগী নদীতে গোসল করতে গিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। 

কিন্তু সবার অজান্তে জমে থাকা পানির একটি বড় গর্তে সাদিয়া পড়ে যায়। সাদিয়াকে বাঁচাতে মামাতো ভাই-বোন দু'জনেও গর্তে পড়ে চিৎকার করতে থাকে। 

মামা শফিকুল দ্রুত ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও সানজিদাকে গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী মিলে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.বিদুর্শী চাকমা সাদিয়াকে মৃত ঘোষনা করেন। সানজিদাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিলেও ইমরান পুরোপুরি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই