শিরোনাম

বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইসতিসকার নামাজ আদায় - Chief TV - চিফ টিভি

বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইসতিসকার নামাজ আদায় - Chief TV - চিফ টিভি

আসাদুল্লাহ সনি-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লীরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের উপরাজারামপুর কুমার পাড়া এলাকায় সকাল সাড়ে সাতটায় দিকে আল্লাহর কাছে নামাজে বৃষ্টির জন্য ফরিয়াদ করেন শতাধিক মুসল্লি। এখানে ইমামতি করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন। 

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে নামোশংকরবাটি ভবানীপুরেও অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ। এতে ইমামতি করেন রাজারামপুর হামিদুল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম। 

এছাড়াও চাঁপাইনবাববগঞ্জের শিবগঞ্জ উপজেলাতেও চারটি স্থানে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লীরা।

 

কোন মন্তব্য নেই