শিরোনাম

সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষকের ছেলে নিহত - Chief TV - চিফ টিভি

- Chief TV - চিফ টিভি

আজগার আলী, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সড়কের ধারে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা দশটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম রাজমোহন দাস (৩৫)। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের প্রভাত কুমার দাসের ছেলে।

পুলিশ জানায়, রাজমোহন দাস মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে বেলা দশটার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের ধারে থাকা একটি পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রাজমোহন দাস ঘটনাস্থলে নিহত হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই