যুবলীগ নেতা ইনোকীর ব্যক্তিগত অর্থায়নে ৪ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ - Chief TV - চিফ টিভি
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বগুড়ার শাজাহানপুরের উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকীর নিজস্ব অর্থায়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৪ শতাধিক দু:স্থ মানুষের মাঝে নতুন পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা খাদাশ হাটখোলা এলাকায় তিনি ঈদ উপহার হিসাবে এসব নতুন কাপড় বিতরণ করেন।যুবলীগ নেতা ইনোকী বলেন, বিলাসী ইফতারের পরিবর্তে মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানবিক যুবলীগ প্রতিষ্ঠার প্রত্যয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গোহাইল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বাচ্চা মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, ওয়ার্ড যুবলীগের সভাপতি রকি ইসলাম, মেরাজুল ইসলাম, মজনু মিয়া, কাউছার আলী, আব্দুল খালেক, শ্যামল হোসেন সেলিম, সেলিম রেজা, গোলাম রাব্বানী, লাল মিয়া, আব্দুর রশিদ প্রমুখ।
কোন মন্তব্য নেই