শিরোনাম

মানিকগঞ্জের সাটুরিয়ায় তীব্র গরমে ও রোদের কারনে ঝরে পরছে আমের গুটি - Chief TV - চিফ টিভি

মানিকগঞ্জের সাটুরিয়ায় তীব্র গরমে ও রোদের কারনে ঝরে পরছে আমের গুটি - Chief TV - চিফ টিভি

 রিপোর্টার আমিনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি, চিফ টিভি নিউজঃ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আমের গুটি ব্যাপক হারে ঝরে যাচ্ছে। একদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় আমগাছে মুকুল কম আসা, অন্যদিকে বৃষ্টির অভাবে মাঝারি আকৃতির গুটি ঝরে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষি ও বাগান মালিকেরা। এতে আমের ফলন অনেক কম হওয়ার ঝুঁকিতে সংশ্লিষ্টরা

উপজেলার সাটুরিয়া সদর, ফুকুরহাটি, ধানকোড়া, দরগ্রাম, হরগজ, বালিয়াটি ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক আমগাছ। এ ছাড়া উপজেলাজুড়ে রাস্তার পাশে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায়  রয়েছে আম গাছ।  উপজেলায় বাণিজ্যিক ভিত্তিক ছোট বড় আম বাগান রয়েছে ২২টি

এ সব এলাকার যে কোনো আম গাছের নিচে গেলে দেখা যাচ্ছে, অসংখ্য ছোট, মাঝারি আমের গুটি ঝরে পড়ে আছে।

উপজেলার পাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ০৮-১০ দিন আগে হালকা বৃষ্টির ছিটা পড়েছে। তাতে গাছের পাতাও ভালো মতো ভিজে নাই। এর আগে কমপক্ষে ১৫ দিন এবং তারপর আর বৃষ্টির দেখা নেই। দিন দিন তাপমাত্রা বাড়ছে। আমার বাড়ির ০৫ টি আম গাছের ০৩ ভাগের ১ ভাগ গুটি ঝরে পড়েছে। বৃষ্টি না হওয়ায় আমের ফলন নিয়ে ঝুঁকিতে আছি।

এদিকে আম গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করেও গুটি টেকানো যাচ্ছে না বলে জানান কামতা গ্রামের বাসিন্দা এবং বাণিজ্যিক ভিত্তিতে করা আমের বাগানের মালিক আফছার উদ্দিন।

সাটুরিয়ার মালেক ব্যাপারি বলেন, প্রতি বছর এ অঞ্চলের আম বাগান ও বাড়ির গাছ থেকে কাঁচা ও পাকা আম কিনে বিভিন্ন বাজারে বিক্রি করি। চলতি বছর তীব্র গরম ও রোদের কারনে আমের গুটি ঝরে যাচ্ছে। ফলে কাঁচা আমের সরবরাহ কমে গেছে। এভাবে চলতে থাকলে পাকা আমের ফলনও কম হবে।


কোন মন্তব্য নেই