শিরোনাম

বগুড়ায় ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু - Chief TV - চিফ টিভি

শুভজিৎ সরকারঃ

বগুড়া রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পরে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বগুড়া এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি তবে তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে উঠার চেষ্টা করছিল। ট্রেন উঠার সময় ট্রেন ছেড়ে দিলে সে ট্রেনের নিচে পড়ে যায়৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মূলত তার কাছে থাকা বস্তা বড় হওয়ার কারণে সে ট্রেনে উঠতে পারেনি। 

এ বিষয়ে রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, সকাল ১০টায় সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি মর্গে পাঠানো হয়েছে এবং তাঁর পরিচয় জানতে পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে।

 

কোন মন্তব্য নেই