পীরগঞ্জে ৩য় ধাপে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
৩য় ধাপে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আক্তারুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৬০ হাজার ৮'শ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাওয়ানুল হক বিপ্লব (ঘোড়া) প্রতীক নিয়ে ৪৮ হাজার ৩শ ১৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ইত্তাশাম উল হক (তালা) প্রতীক নিয়ে ৮১ হাজার ৭শ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ আকলিমুর রহমান (টিউবওয়েল) প্রতিক নিয়ে ১৭ হাজার ৭শ ২৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা বেগম আকতার (কলস) প্রতীক নিয়ে ৪০ হাজার ৫শ ৭০ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় রাণী রায় (হাঁস) প্রতীক নিয়ে ৩১ হাজার ৭শ ৯৬ ভোট পেয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোট প্রদান করছেন। গত ২৯ মে (বুধবার) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
ভোট গ্রহন শুরু হওয়ার পর ভোটার উপস্থিতি খুব কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে দেখা গেছে ।ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়ন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও বিভিন্ন পয়েন্টে পুলিশ ও মোবাইল কোর্টের তৎপরতা দেখা গেছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে বিজিবি ও র্যাব।
জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, এ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৬১ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৭৪ ও মহিলা ১ লাখ ১৭ হাজার ৮৭ জন। আর ভোট কেন্দ্র ৭৬ টি।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরু হওয়ার ২০ মিনিট পার হলেও প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রের বাইরে ছুটাছুটি করতে দেখা গেছে। তবে ৮টার আগে এসে উপস্থিত হলেও প্রিজাডিং অফিসার ও পোলিং এজেন্ট একে অপরকে দোষারোপ করছে। সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এ সময় বেশকয়েকজন পোলিং এজেন্টের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, সকাল সাতটার পর কেন্দ্রে উপস্থিত হলেও প্রিজাইডিং অফিসার দায়িত্ব বুঝে দেননি। তাই পোলিং এজেন্টের অনেকেই তালিকায় নাম খুঁজেন। ফলে সময় পেড়িয়েছে।
তবে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পুলিং চন্দ্র বলছেন ভিন্ন কথা। তিনি জানান, পোলিং এজেন্টদের আগেই অবগত করা হয়েছে। তার পরেও তারা সঠিক সময়ে ভোট কেন্দ্রে আসেন নি। তবে কেন্দ্রে ভোটার এখনো তেমন উপস্থিত নেই তাই সমস্যা হবে না বলে জানান তিনি।
এ উপজেলায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।
এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।

কোন মন্তব্য নেই