শিরোনাম

বগুড়া স্বামী ও স্ত্রীর একসঙ্গে মৃত্যু - Chief TV - চিফ টিভি

বগুড়া স্বামী ও স্ত্রীর একসঙ্গে মৃত্যু - Chief TV - চিফ টিভি

শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় স্বামী স্ত্রীর একই সঙ্গে মৃত্যুর ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার (৯ই মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্বামী স্ত্রী হলেন,নন্দীগ্রাম থানাধীন নিমগ্রামের বাসিন্দা হেফাজুল ইসলাম(৪০) ও তার স্ত্রী আফরোজা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেফাজুল ও তার স্ত্রী আএএফরোজা বেশ কয়েক মাস যাবৎ শাজাহানপুরের আদßড়িয়া বাজারে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল আলমের বাসায় ভাড়া থাকতেন। নিহত হেফাজুল পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। জানা যায়, হেফাজুলের স্ত্রী দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে হঠাৎ করে আফরোজা বেগমের অসুস্থতা বেড়ে যায়। স্ত্রীর অসুস্থতার কারণ বুঝে ওঠার আগেই নিহত হেফাজুলও অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত ডাক্তার তাদেরকে মৃত বলে জানান।

এ বিষয়ে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ সঠিক ভাবে জানা যায়নি। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে। 

তিনি আরো বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই