শিরোনাম

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে যোগ হলেন ফ্রেজার–ম্যাগার্ক ও শর্ট- Chief TV - চিফ টিভি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে যোগ হলেন ফ্রেজার–ম্যাগার্ক ও শর্ট
ছবি-প্রতিনিধি
খেলাধুলা ডেস্কঃ

এ বারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে শিরোনাম হয়েছেন বেশ কয়েকবার। তাঁকে নিয়ে ছিল ব্যাপক আলোচনা। এরপরও অবশ্য অস্ট্রেলিয়ার ঘোষণা করা ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাননি জেইক ফ্রেজার–ম্যাগার্ক। অস্ট্রেলিয়া ভরসা রেখেছে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের ওপরই। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনার হিসেবে তাঁকেই রেখেছে বিশ্বকাপের দলে।

অস্ট্রেলিয়া দল ঘোষণার পর ক্রিকেট বিশ্বে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছিল—এই যে আইপিএলে ফ্রেজার–ম্যাগার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ইনিংসে চারটি ফিফটি আর ২৩৪ স্ট্রাইক রেটে ৩৩০ রান করলেন, এর কি কোনো মূল্য নেই! অস্ট্রেলিয়ার নির্বাচকেরা অবশ্য এর মূল্য কিছুটা হলেও এবার দিলেন। আজ ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে ফ্রেজার–মাগার্কের নাম ঘোষণা করেছেন তাঁরা। একই সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে আরেক ব্যাটসম্যান ম্যাথু শর্টকেও।

ফ্রেজার–ম্যাগার্ক আইপিএলে খেললেও এই টুর্নামেন্টে ছিলেন না শর্ট। তাঁকে বিবেচনা করা হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ গ্রীষ্মের পারফরম্যান্স দিয়ে। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি এ দুজনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা নিয়ে বলেছেন, ‘ম্যাট আর জেইক অস্ট্রেলিয়ার সর্বশেষ গ্রীষ্মের পারফরম্যান্স দিয়ে তাদের বিশ্বকাপ দলে রাখার বিষয়ে ভাবতে বাধ্য করেছে। জেকের ক্ষেত্রে তো সাম্প্রতিক আইপিএলের পারফরম্যান্সও আছে।’

বেইলি এরপর যোগ করেন, ‘টুর্নামেন্টের সময় খেলোয়াড়দের কেউ চোটে পড়লে সংক্ষিপ্ত সময়ের নোটিশে কাউকে পাওয়া কঠিন হবে। ম্যাট আমাদের অলরাউন্ডার অপশন দিচ্ছে আর জেইক ব্যাটিংয়ে বিকল্প যোগ করবে।

কোন মন্তব্য নেই