শিরোনাম

বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৪ মাস যাবত নারীকে ধর্ষণ - Chief TV - চিফ টিভি

বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৪ মাস যাবত নারীকে ধর্ষণ
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার - স্টাফ রিপোটারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারীকে ৫বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে আশরাফুল  (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৫মে) দুপুর ১টার দিকে বগুড়া থানায় ভুক্তভোগী সেই নারী দাবি হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আশরাফুল হলেন, গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আশরাফুলের সাথে  ৪বছর পূর্বে ধর্ষিতা নারীর পরিচয় হয়। তারপর তাদের মধ্যে প্রেম-ভালবাসার সম্পর্ক তৈরি হয়। এক সময় অভিযুক্ত আশরাফুল তাকে বিবাহের প্রলোভন দেখিয়া ৫ মাস পূর্ব থেকে বগুড়া সদর থানাধীন বিসিক মগলিশপুর জনৈক বুলবুল এর বাসায় ভাড়া থাকতেন। বাসা ভাড়া নেওয়ার সময় তাকে স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে ও একাধিকবার বিবাহের আশ্বাস দিয়ে ধর্ষন করে বলে অভিযোগ ভুক্তভোগী নারী। 

ধর্ষিতা নারী এক সময় অভিযুক্ত আশরাফুলকে বিবাহের জন্য চাপ দিলে সে তার সাথে বিভিন্ন প্রকার তাল-বাহানা করে সময় নেয়। আবারও তাকে বিবাহের জন্য চাপ দিলে আসামী আরশাফুল ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ মারপিট ও বিভিন্ন প্রকার নির্যাতন করে এমন কি মেরে ফেলার হুমকি দেয়।

সুযোগ বুঝে ধৃত আসামি আরশাফুল কাজের কথা বলে ভুক্তভোগী নারীকে একলা রেখে পালিয়ে যায়। বর্তমান ভুক্তভোগী নারীর সঙ্গে আশরাফুল যোগাযোগ বন্ধ করেছেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই