শিরোনাম

শেরপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত - Chief TV - চিফ টিভি

শেরপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত - Chief TV - চিফ টিভি

শাওন আহমেদ, শেরপুর (শ্রীবরদী) প্রতিনিধিঃ

‘শ্রমিক-মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যালয় থেকে স্ব-ব্যানার নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন।

র‌্যালিতে অংশগ্রহণ করেন শেরপুর-১ ( সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক ( উপসচিব ) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) উপ-সচিব মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মো: সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আওয়ামী-লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা জাতীয় শ্রমিক-লীগের সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলরি, কর্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফ রেজাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী-শ্রমিকরা। পরে বর্ণাঢ্য র‌্যালিটি ডিসি উদ্যানের বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে বিজয় মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর-১ ( সদর ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হচ্ছে শ্রমবান্ধব সরকার।

 তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতা, শ্রমিক-মালিক সুসম্পর্ক, উন্নত কর্মপরিবেশসহ শ্রমিকের সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সারাজীবন সংগ্রাম করে গেছেন। তাদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সবাই স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করি।

কোন মন্তব্য নেই