শিরোনাম

পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | Chief TV | চিফ টিভি

| Chief TV | চিফ টিভি

 শাওন আহাম্মেদ, স্টাফ রিপোর্টার (শেরপুর) ঃ

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম মহোদয়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়ের সভাপতিত্বে  এই বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল বক্তাদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন এবং সকল বক্তাগণ বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল খায়রুম মহোদয়। 

এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই