সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পাইলট কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্লে গ্রুপ থেকে দশম শ্রেনীর ১৭০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেয় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ ওই প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা।
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক এফ আই মানিক। সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক রণু জানান, লেখাপড়ার পাশাপাশি বিনোদন ব্যবস্থা শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়িয়ে দেয়। এজন্য শিক্ষার্থীদের একঘেয়েমি ভাব দূর করতেই মূলত এরকম আয়োজনের ব্যবস্থা করা।
অনুষ্ঠানে আগত অভিভাবকেরা জানান, সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলে লেখাপড়ার মান অনেক সুন্দর। এই স্কুলে লেখাপড়া করে ছোট-ছোট শিক্ষার্থীরা অল্প বয়সেই অনেক কিছু শিখতে পারে। স্কুল কর্তৃপক্ষের এমন বিনোদন ব্যবস্থা শিক্ষার্থীদের ক্লান্তিভাব দূর করানোর পাশাপাশি শিক্ষার দিকে মনোযোগ বাড়াতে সাহায্য করে। স্কুল কর্তৃপক্ষের এমন বিনোদন ব্যবস্থাকে আমরা সাধুবাদ জানাই ।
এ সময় শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুখি পাইলট কিন্ডার গার্ডেন ও হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পারভীন শিলা, সহকারী শিক্ষিকা মুন্নি, লাউজু, সুমি, লিপি ও রিতা। আরো উপস্থিত ছিলেন।সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক এফ আই মানিক হোসেন, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মাহমুদুল হাসান শুভ, মাহমুদুল হাসান তোহা, আব্দুল কালাম ও জাহাঙ্গীর আলম।
কোন মন্তব্য নেই