সিরাজগঞ্জে ৪০(চল্লিশ) কেজি গাঁজাসহ ২ জন আটক- Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেরার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘাটে কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ মোঃ এরশাদুল (৩৬) ও মোঃ শহিদুল ইসলাম (৪০) নামের ২ জনকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২২ মে ২০২৪ইং) সকাল ১০:৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেরার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম পার্শ্বে ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালাইয়া তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন মোঃ এরশাদুল (৩৬) উলিপুর থানার বতুয়া তলি গ্রামের মোঃ আজিজুল হক ও মোছাঃ সাহেরা খাতুন দম্পাতির ছেলে ও মোঃ শহিদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মৃত আবেদ আলী ও মোছাঃ জমিরন খাতুন দম্পাতির ছেলের হেফাজত হইতে সর্বমোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।
%20%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%20%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9%20%E0%A7%A8%20%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A7%A7.jpg)
কোন মন্তব্য নেই