বগুড়ায় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান হলেন যারা- Chief TV - চিফ টিভি
![]() |
| ছবি-প্রতিনিধি |
সারা বাংলাদেশে দ্বিতীয় ধাপে ১৫৭ টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বগুড়ার ৩টি উপজেলায় এ নির্বাচন হয়েছে। গত ২১ মে বগুড়ার কাহালু, দুপচাঁচিয়ায় ও আদমদীঘিতে উপজেলায় দ্বিতীয় ধাপ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে বগুড়ার কাহালুতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসিবুল হাসান সুরুজ। সুরুজ আনারাস প্রতীকে ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩৩০টি। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল মান্নানের মোটর সাইকেল প্রতীকে ভোট পড়েছে ৩৩ হাজার ৯৪৬ টি। মোট ১ লাখ ৯২ হাজার ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০ হাজার ৬৩ জন। ভোট প্রদানের হার ৪১ দশমিক ৬১ শতাংশ। বাতিল হয়েছে ২ হাজার ৫৯৩।
আদমদীঘিতে চেয়ারম্যান আবার নতুন করে বিজয় হয়েছেন ৫ মাস আগে পদত্যাগ করা সরকারি দলের নেতা সিরাজুল ইসলাম খান রাজু। চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতীক নিয়ে ৩৯ হাজার ৮৩২ ভাট পেয় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাশেদুল ইসলাম রাজার মোটর সাইকেল প্রতীকে ভোট পড়েছে ৩২ হাজার ১২৮ টি। ভোটের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ।
দুপচাঁচিয়ায় বর্তমান চেয়ারম্যানকে পরাজিত করে নতুন মুখের বিজয় উল্লাস যুবলীগ নেতা আহমেদুর রহমান বিপ্লব। আহমেদুর রহমান বিপ্লব মোটর সাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলুল হকের আনারস প্রতীকে পড়েছে ২০ হাজার ৪২৯ ভোট। সেখানে মোট ১ লাখ ৫৭ হাজার ১৩৭জন ভোটারের মধ্যে ৬৩ হাজার ৬৩৫জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার বগুড়া জেলার এই তিন উপজেলায় ভোট গ্রহণ হয়। কোন গোলযোগ ছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর রাত ১০টার দিকে পৃথকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশনার।

কোন মন্তব্য নেই