ঠাকুরগাঁওয়ের সজল দীর্ঘ ও উচ্চ লাফে দেশসেরা - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৪ মে) শুরু হয় শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। প্রথম দিনেই বাজিমাত করে ঠাকুরগাঁওয়ের মো. সজল আহমেদ। দীর্ঘ লাফ এবং উচ্চ লাফে স্বর্ণপদক পেয়েছে সে। উচ্চ লাফে তার উচ্চতা ছিল ১.৮০ মিটার এবং দীর্ঘ লাফে ৬.৩২ মিটার। এছাড়া শটপুটে ১০.৯৭ মিটারে তৃতীয় হয়েছে সজল।
সজল ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে। সে সালান্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালেও উচ্চ লাফে প্রথম হয়ে স্বর্ণপদক পায় সজল।
কোন মন্তব্য নেই