শিরোনাম

শেরপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ গ্রেফতার ৩ - Chief TV - চিফ টিভি

শেরপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ গ্রেফতার ৩ - Chief TV - চিফ টিভি

শাওন আহাম্মেদ, (শেরপুর) স্টাফ রিপোর্টারঃ 

শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৬/৫/২০২৪ খ্রিঃ তারিখে শেরপুর সদর থানাধীন সূর্যদী তেতুলতলা বাজারে জনৈক আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদ উদ্ধার পূর্বক ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

মাদক ব্যবসায়ী ১. জিহান (২০), পিতা-মোঃ গোপাল মিয়া, সাং- বাধা তেগরিয়া, থানা শেরপুর সদর, ২.ফেরদৌস (১৯), পিতা-রফিজুল, সাং- বাঐবাধা, থানা ঝিনাইগাতী, ৩. মোস্তফা কামাল (১৯), পিতা নুর ইসলাম, সাং-বাধা তেগরিয়া, থানা শেরপুর সদর, সর্ব জেলা-শেরপুর।

মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই