মংলায় যাত্রীবাহী ট্রলার ডুবি- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
মংলায় নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক অনেক যাত্রী সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও অনেকের নিখোঁজের আশংকা করা হচ্ছে। তারা সবাই মংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন। তাদের উদ্ধারে স্থানীয় ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।
রোববার (২৬) সকাল পৌনে ৯টার দিকে মংলা ইপিজেড ছুটি শেষে মংলা বাস ষ্টান্ড ঘাট থেকে মংলার মামার ঘাটে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
মংলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রলারে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল। যার ফলে এ ঘটনাটি ঘটে। তবে কত জন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেননি প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে উদ্ধার অভিযান চলছে।
মংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ট্রলার দূর্ঘটনার পরপরই খোঁজখবর রাখছি, কোনও যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই