শিরোনাম

পাকশী ও ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত - Chief TV - চিফ টিভি

পাকশী ও ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত - Chief TV - চিফ টিভি

সজিব হোসেন,পাবনা জেলা প্রতিনিধিঃ

পাকশী ও ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালনের লক্ষে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় শাখার সভাপতি নেতাই ইকবাল হায়দার ও সাধারণ সম্পাদক নুজরুল ইসলাম এর নেতৃত্বে পতাকা উত্তোলন র‍্যালি  প্রদক্ষিণ, আলোচনার সভা ও গণঙ্গীতাষ্ঠানের আয়োজন করা হয়। ইকবাল হায়দারের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এম,রশিদউল্লাহ,আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম,সাইফুল ইসলাম বাবু মন্ডল,আনোয়ার বাবু, রেজাউল করিম রাজা, মাসুদ রানা, আনোয়ার হোসেন, ওইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে ঈশ্বরদীতে জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও ইব্রাহিমের নেতৃত্বে সমাবেশ ও র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।এসব কর্মসূচিতে জেলা আওয়ামীলীগ নেতা মহজাবিন শিরিন পিয়া,সেলিম রেজা রাজা, মহাসিন আলী চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলিসহবিদ্যুৎ বিভাগ, বিএসআরআই, রিক্সা সমিতি, আরএআরএস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতার অংশ নেন।

কোন মন্তব্য নেই