শিরোনাম

হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ- Chief TV - চিফ টিভি

হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি-প্রতিনিধি
জয়নাল আবেদীন জয় - দিনাজপুর প্রতিনিধিঃ 

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। 

বুধবার (২২ মে) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

তিনি জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সকাল থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের সকল কার্যক্রমও বন্ধ আছে। একদিন বন্ধের পর আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ভারতের সাথে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

কোন মন্তব্য নেই