শিরোনাম

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত- Chief TV - চিফ টিভি

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
ছবি-প্রতিনিধি
শুভজিৎ সরকার - স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সাকিব হোসেন (২৬) নামের একজন নিহত হয়েছেন।

গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, নওগাঁ সদর উপজেলার নিউ সাহাপুর এলাকার সামসুল হকের ছেলে সাকিব হোসেন। 

এসব তথ্য নিশ্চিত করেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরদার তিনি আরো বলেন, শনিবার রাতে সান্তাহার রেলগেট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাকিব হোসেন। পথেমধ্যে সান্তাহার-নওগাঁ সড়কে ফেমাস ক্লিনিকের সামনে অটোচার্জার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে থাক্কা লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। সেখান থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই