শিরোনাম

শেষ হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩-২৪ - Chief TV - চিফ টিভি

শেষ  হলো ঢাবি অধিভুক্ত সাত কলেজ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩-২৪ - Chief TV - চিফ টিভি

হেলাল উদ্দিন, ক্যাম্পাস প্রতিনিধি তিতুমীর কলেজঃ

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ২৩-২৪ । ১০ই মে শুক্রবার সকাল এগারোটায় একযোগে সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এবং বারোটায় শেষ হয়েছে। এবছর ২৩-২৪ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আবেদনকারীর সংখ্যা ছিল ২৩৭৮৯ টি এবং আসন সংখ্যা রয়েছে ৯৯৮৯। অর্থাৎ আসন প্রতি লড়বে ২জন করে।

প্রশ্নের মান সম্পর্কে শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হলে লামিয়া নামের এক শিক্ষার্থী জানায়, গত বছরের তুলনায় এই বছর প্রশ্নের মান খুব ভালো হয়েছে । আশা করি একটি ভালো সাবজেক্ট পাবো। জেরিন নামের আরেক শিক্ষার্থী জানায়, আলহামদুলিল্লাহ প্রশ্ন খুব ভালো হয়েছে। বেশিরভাগ প্রশ্ন কমন আসছে। আমার ইচ্ছে আছে ইডেন মহিলা কলেজে পড়ার।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ। উল্লেখিত কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজ শুধু মেয়েদের জন্য।

উল্লেখ্য, সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১১মে এবং বিজ্ঞান অনুষদের পরীক্ষা ১৭ মে।

কোন মন্তব্য নেই