বগুড়ায় র্যাবের অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার - Chief TV - চিফ টিভি
শুভজিৎ সরকার,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া র্যাব -১২ এর অভিযানে বগুড়ার নন্দীগ্রাম থানাধীন ভদ্রদিঘী এলাকার এক মেয়েকে গনধর্ষণ মামলার প্রধান আসামি লিমনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, বগুড়ার সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শাহাদুল সাকিদারের ছেলে নিমন সাকিদার (৩০)।
বুধবার (১মে) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
এ বিষয়ে প্রেস ব্রিফিং এ কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন উল্লেখ্য, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভদ্রদিঘী এলাকার এক মেয়ের সঙ্গে একই জেলা সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর গ্রামের নিমন সকিদারের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের পর থেকে আসামি লিমন ভুক্তভোগী সেই মেয়েকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখাতো। এরই প্রেক্ষিতে গত ২১শে অক্টোবর আসামী ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সারিয়াকান্দি কুতুবপুর বাজারে নিয়ে আসে।
পরবর্তীতে আসামীসহ ৩/৪ জন ভুক্তভোগী নারীকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কুতুবপুর গ্রামস্থ এক ফসলের জমিতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। এ ঘটনায় গত ২২ শে অক্টোবর ভুক্তভোগী সেই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই ধৃত আসামী লিমন গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে করেন। এ ধর্ষণ মামলার সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে বগুড়া র্যার-১২ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেয়।
এই প্রেক্ষিতে, র্যাব-১২ একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্ষণ মামার প্রধান আসামি লিমন ধুনট থানাধীন নাংলু এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১২ বগুড়া একটি অভিযান দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে আসামি লিমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই