শিরোনাম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের সর্বোচ্চ ভোটে বিজয়ী - Chief TV - চিফ টিভি


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের সর্বোচ্চ ভোটে বিজয়ী
ছবি-প্রতিনিধি
সজিব হোসেন,পাবনা প্রতিনিধিঃ

তৃতীয় ধাপে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সোহেল হাসান শাহীন মোটরসাইকেল মার্কা প্রতীকে প্রায় ১৫ হাজার ভোটে বিজয়ী হয়। তার মধ্যে সোহেল হাসান শাহীন (মোটরসাইকেল মার্কায়) ভোট পেয়েছেন ৬৫,৭৬৬ টি ভোট,আবু সাঈদ খান (হেলিকপ্টার মার্কায়) ভোট পেয়েছেন ৫১,১০০ টি ভোট, কামিল হোসেন (কাপ পিরিচ) মার্কায় ভোট পেয়েছেন ৪১,১৩৪ টি ভোট,মোশারফ হোসেন (ঘোড়া মার্কায়) ভোট পেয়েছেন ৪০,১১৯ টি ভোট এবং রফিকুল ইসলাম রুমন (আনারস মার্কায়) ভোট পেয়েছেন ৮,১০১ টি ভোট। 

পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৪২  শতাংশ।


কোন মন্তব্য নেই