ঈশ্বরদীতে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ - Chief TV - চিফ টিভি
গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) আওতাধীন ঈশ্বরদী এলাকায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈশ্বরদীতে পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক আজ ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ২৬ মে ২০২৪ রোববার সকাল ৯ টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলে জানানো হয়েছে।
বুধবার ২২ শে মে পিজিসিএল ঈশ্বরদী রিজিওনাল অফিসের ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম হোসেন চাকলাদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে (জিটিসিএল) সিরাজগঞ্জের হাটিকুমরুল - বনপাড়া অংশে পাইপ লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার রাত ৯ ঘটিকা হতে ২৬ মে ২০২৪ রবিবার সকাল ৯ ঘটিকা পর্যন্ত মোট ৬০ ঘন্টা ঈশ্বরদী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
পিজিসিএল এর ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম হোসেন চাকলাদার মুঠোফোনে জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল - বনপাড়া অংশে জিটিসিএলের পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এতে ঈশ্বরদী উপজেলার পাইপলাইনে গ্যাস সরবরাহ করা আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা, সিএনজি স্টেশন ছাড়াও সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কোন মন্তব্য নেই