ঘুস নেওয়া সেই শিক্ষা কর্মকর্তার বদলি- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নীলফামারীর জলঢাকায় ঘুস নেওয়া অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিককে বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের একটি প্রজ্ঞাপনে তাকে রাঙামাটির নারীয়ারচর উপজেলায় বদলি করা হয়।
মঙ্গলবার (২৮ মে) বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আগামী ৫ই জুনের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। অন্যথায় ৫ জুন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
জানা যায়, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার ফলে তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ উপজেলার শিক্ষকরা। এই উপজেলার শিক্ষকদের অভিযোগ, নিয়োগ ও এমপিওসহ তার দফতরে থাকা যেকোনো কাজের জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা। দাবি করা টাকা না পেলে আটকে দেওয়া হয় সংশ্লিষ্ট ফাইল। ঘুরতে হয় দিনের পর দিন। কিন্তু শেষ পর্যায়ে বাধ্য হয়ে শিক্ষকরা টাকা দিয়ে কাজ আদায় করলেও নিজেরা হয়ে যান সর্বস্বান্ত।
এমন পরিস্থিতিতে এই কর্মকর্তার হাত থেকে রক্ষা পেতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলাটির চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান
অভিযোগে বলা হয়েছে, চঞ্চল কুমার ভৌমিক ২০১৭ সালের ২৫ মে জলঢাকা উপজেলায় যোগদান করেন। দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকায় সর্বত্র তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হুমকি, সামান্য কাজের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন। বিশেষ করে নতুন শিক্ষকদের এমপিও ফাইল পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করেন। সাধারণ শিক্ষকরা নিরুপায় হয়ে এই টাকা দিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করেন।
কোন মন্তব্য নেই