শিরোনাম

বৃষ্টিস্নাত ভোরে খেটে খাওয়া মানুষের পাশে ইউএনও মোঃ সুমন জিহাদী - Chief TV - চিফ টিভি

বৃষ্টিস্নাত ভোরে খেটে খাওয়া মানুষের পাশে ইউএনও মোঃ সুমন জিহাদী - Chief TV - চিফ টিভি

জাহিদ হাসান, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

৮ মে বুধবার রাত ৩ টা থেকে বগুড়ার শেরপুর উপজেলায় বৃষ্টি শুরু হয়। মুষলধারে চলা বৃষ্টি সকাল ৮টা পর্যন্ত স্থায়ী হয়। খেটে খাওয়া ও জরুরী কাজে বের হওয়া মানুষের কথা ভেবে ভোর ৬টা ১৩ মিনিটে সরকারি গাড়িতে আনসার সদস্যদের নিয়ে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কে বের হয়ে পড়েন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সুমন জিহাদী। 

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জরুরী কাজে বের হওয়া মানুষদের ও রিক্সা চালকদেরকে রেইনকোর্ট প্রদান করেন তিনি। রেইনকোর্ট প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন ইউএনও।

এ প্রসঙ্গে সকাল সাড়ে ৮ টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদীর সাথে কথা হয়। 

তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি। তবুও, মানুষকে বের হতে হবে ঘর থেকে, মানুষের জন্য, আমার বা আপনার জন্য। আর যে খেটে খাওয়া মানুষগুলো আমাকে বা আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে তাদেরকে একটু সেবা দিতে রাস্তায় বের হওয়া। হয়তবা তারা তাদের জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছে! কিন্তু, তাদের দ্বারা আমার আপনারও প্রয়োজন মিটছে। ‘তাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচাতেই এই প্রয়াস।’

ইউএনও মোঃ সুমন জিহাদী ২০২৩ সালের ১২ ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলায় যোগদান করেন। এরপর থেকেই সরকারি রুটিন দায়িত্বপালনের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক ও মানবিক কাজের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন। 

ঊল্লেখ্য, মোঃ সুমন জিহাদী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোঃ শাহজাহান আলী ও তাসলিমা খাতুন কহিনুর দম্পতির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ৩৪তম বিসিএসের মাধ্যমে এডমিন (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। এছাড়াও, যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কোন মন্তব্য নেই