পীরগঞ্জে ফেন্সিডিলসহ দুই যুবক আটক - Chief TV - চিফ টিভি
তানভীর আহমেদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে ৪৫ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক কে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এস.আই লোকেশ চন্দ্র দাস, এএসআই রাফিউল সঙ্গীয় ফোর্স নিয়ো গতকাল বুধবার ৮ ই মে ২০২৪ ইং ভোর ৪ টার দিকে উপজেলা সদরের বাহাদুরপুর ব্রীজের উপর ফেন্সিডিল কেনাবেচার সময় বাহাদুরপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে রায়হান মিয়া (২৯) ও একই গ্রামের ওমর ফারুক (২৮) কে হাতে নাতে আটক করে।
এসময় তাদেরকে তল্লাশী করে ৪ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল বুধবার ৮ ই মে আসামীদের রংপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই