নির্বাচন সুষ্ঠ হলে জয় নিশ্চিত - Chief TV - চিফ টিভি
আসন্ন ২১সে মে (মঙ্গলবার) বকশীগঞ্জ উপজেলায় উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচন কে ঘিরে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
চেয়ারম্যান পদে রয়েছেন ৫জন হেভিওয়েট প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪জন প্রার্থী আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪জন প্রার্থী।
তারই ধারাবাহিকতায় সরেজমিনে নির্বাচনী এলাকা ঘুরে আমাদের সঙ্গে কথা বলেন বকশীগঞ্জে আসন্ন উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাইক মার্কা প্রতীকে মোঃ শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তার জয় নিশ্চিত আর এলাকার জনগণ তার পাশে আছে। প্রত্যেকটা জায়গায় গ্রামেগঞ্জে হাটবাজারে তার ব্যাপক সমর্থন রয়েছে। তিনি এলাকাবাসীর কাছে দোয়া এবং সমর্থন প্রার্থনা করেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানা যায়, এখন পর্যন্ত উপজেলার কোথাও নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই । নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই