শিরোনাম

মীরসরাইয়ে অনুমোদনহীন চা পাতা বিক্রির দায়ে ৫০ লক্ষ টাকা জরিমানা, ৫ টন চা পাতা জব্দ - Chief TV - চিফ টিভি

মীরসরাইয়ে অনুমোদনহীন চা পাতা বিক্রির দায়ে ৫০ লক্ষ টাকা জরিমানা, ৫ টন চা পাতা জব্দ - Chief TV - চিফ টিভি
                                                                        ছবিঃ প্রতিনিধি

সাকিব চৌধুরী, মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মীরসরাইয়ে বিএসটিআই লগো নকল করে চা পাতা প্যাকেটজাত করে বিক্রির দায়ে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

শুক্রবার (৪মে) রাতে উপজেলার বড়তাকিয়া এলাকায় চা পাতার গোডাউনে অভিযান পরিচালনা করে ঝন্টু দাশ নামের এক ব্যক্তিকে এই জরিমানা করা হয়। এসময় ৫ টন চা পাতা জব্দ করা হয়।

কোন মন্তব্য নেই