বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ১ যুবক- Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
বগুড়ার সদর থানাধীন মালগ্রাম উত্তরপাড়ায় এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতের ঘটনায় রব্বানি নামের ১ জন যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ই মে) বেলা ১০টার দিকে সদর উপজেলার মালগ্রাম উত্তর পাড়ার জিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, বগুড়া সদর থানাধীন মালগ্রাম উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে গোলাম রব্বানী। এসব তথ্য নিশ্চিত করেন স্টেডিয়াম ফাঁড়ির এস আই দুলাল হোসেন।
এ বিষয়ে এস আই দুলাল বলেন, রব্বানী সকালের দিকে দোকান থেকে চাবি নিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জিয়ার মোড় এলাকায় ৪-৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা করে। তাকে মার ধরের এক পর্যায়ে রাব্বিকে ছুরিকাঘাত করে। এতে সে কপালে ও হাতে আঘাত পায়। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। বর্তমান সে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও তিনি আরো বলেন , হামলাকারীদের সঙ্গে আহত রব্বানির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আরিফা রাব্বি রোমান তাকে হামলা করে বলে সে জানায় আহত রব্বানী।
এই পুলিশে কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই