কিশোরগঞ্জে এ প্লাস ক্যাপসুল পাচ্ছে ৪০ হাজার শিশু - Chief TV - চিফ টিভি
![]() |
ছবি-প্রতিনিধি |
নীলফামারীর কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার এ উপজেলায় নিকটস্থ ২১৭ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ৪ হাজার ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ৩৬ হাজার ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৩০মে) সকালে হাসপাতালের হল রুমে জাতীয় পুষ্টি সেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো আল মামুনের সভাপতিত্বে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরুল আমীন শাহসহ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট,সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই